মালদা

একে অপরকে বাঁচাতে গিয়ে পরপর তিন জন তলিয়ে গেল সেপ্টি ট্যাঙ্কে।

বাড়ির সেপ্টি ট্যাঙ্কে তলিয়ে গেল তিন ৩ টি প্রান। জানা যায় কালিয়াচক থানার গোলাপগঞ্জ ফাঁড়ির সাহাবাজপুরের মোমিন পাড়ার বাসিন্দা কাউসার মোনিন অবৈধ ভাবে পোস্তর খোসা লুকিয়ে রাখে বাড়ির সেপ্টি ট্যাঙ্কে। শুক্রবার সকালে কাউসার মোমিন অবৈধ ভাবে লুকিয়ে রাখা পোস্ত খোসা গুলি বের করার জন্য সেপ্টি ট্যাঙ্কে নামে। সে সেপ্টি ট্যাঙ্ক থেকে বেড়িয়ে না আসায় তাকে উদ্ধারের জন্য সেপ্টি ট্যাঙ্কে নামে ১৭ বছরের রবিউল মোমিন ও কাউসার মোমিনের ভুটভুটি চালক বছর ৩৮ এর আনারুল সেখ। এরাও সেপ্টি ট্যাঙ্ক থেকে বেড়িয়ে না আসায় এদের উদ্ধারের জন্য আব্দুল বাসেদ মোমিন ও মুকলেশ মোমিন সেপ্টি ট্যাঙ্কে নামে। এই ভাবে ৫ জন সেপ্টি ট্যাঙ্কে নেমেও কেউ উঠতে না পারায় স্থানীয় লোকেদের তৎপরতায় থানার খবর দেওয়া হলে, পুলিশের সহযোগিতায় JCB দিয়ে সেই সেপ্টি ট্যাঙ্ক ভেঙে ৫ জনকে উদ্ধার করা হয়। এদের মধ্যে ঘটনাস্থলেই মৃত্যু হয় প্রথম তিনজন কাউসার মোমিন, রবিউল মোমিন ও আনসারুল সেখের বাকি দুই জনকে আহত অবস্থায় শিলামপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হলে একজনকে প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দিলেও আরেক জনের অবস্থা আশঙ্কাজনক থাকায় তাকে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে অবৈধ ভাবে সেপ্টি ট্যাঙ্কের মধ্যে মজুত করে রাখা পোস্তর খোসা থেকে বিষাক্ত গ্যাসে প্রান হারায় প্রথম তিন জনের।